নওগাঁর পোরশায় পৃথক ডাকাতির ঘটনায় ৪ আসামি গ্রেফতার

নওগাঁর পোরশা উপজেলায় পৃথক দুটি ডাকাতি মামলার সঙ্গে জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পোরশা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলা এলাকায় একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই মামলার তদন্তে নেমে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের আফসার আলীর ছেলে সোহেল রানা ওরফে সোহেলকে (৩৫) গ্রেফতার করে।
এর পরদিন, ১৬ অক্টোবর রাতে একই সড়কের বেজোড়ামোড় ও মোশানতলা নামক স্থানে আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার তেঘরিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ওরফে কামু (৪৭), পোরশা উপজেলার জাফরপুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মোফাজ্জল (৪৩) এবং খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার হাটিয়াপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে রুবেল (২৭)। রুবেল পোরশা উপজেলার বিপ্রভাগ গ্রামের আনোয়ার হোসেনের জামাতা।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক ডাকাতি মামলা রয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?






