সালথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Oct 19, 2025 - 15:10
 0  4
সালথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (৪৭) নামের এক শিক্ষক নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও চারজন আহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদী গ্রামের মৃত আব্দুর রহব শেখের ছেলে। তিনি সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

 প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষক ইব্রাহিম হোসেন তার স্কুলের দুই শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলে করে সালথা উপজেলা সদরে একটি স্কাউট প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছিলেন। পথে ফুকরা গ্রামের মধ্যপাড়া মুনছুর কাঁছা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও আরও পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলের দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিক্ষক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত ও দুই শিক্ষার্থীসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতের মরদেহ থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 ইব্রাহিম হোসেন দীর্ঘদিন ধরে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন নিষ্ঠাবান, সদালাপী ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক। খেলাধুলা ও শৃঙ্খলার চর্চায় তার ভূমিকা ছিল অনন্য। তাঁর অকাল মৃত্যুতে বিদ্যালয় ও স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow