সদরপুরে মাদ্রাসা পড়ুয়া মেয়ে পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে
ফরিদপুরের সদরপুরে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামে শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসায় পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে।
অভিযুক্ত পিতা শামীম একই ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামের শাজাহান বেপারী পুত্র।
মেয়ের মা বলেন, আমি নিয়মিত আমার মেয়ে শামীমা আকতার কে মাদ্রসায় আনা নেওয়া করি । আমি অসুস্থ থাকায় আমার বাবার বাড়ী হইতে শুক্রবার বিকলে ৫টার দিকে মাদ্রাসার কথা বলে মেয়ের বাবা মেয়েকে নিয়ে যায়।
নিজে রিক্সা চালিয়ে মেয়েকে মাদ্রসায় না নিয়ে পাশের গ্রামের আফসার কাজীর বাগানের নিকট নিয়ে। জোরপূর্বক মুখ চেপে ধরে মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েকে মাদ্রসায় রেখে দ্রুত চলে যায় পিতা শামীম। পরে মেয়ে আমাকে ফোন করে কান্না করে এসব ঘটনা বললে আমি আমার বোন শাবানাকে মাদ্রাসায় পাঠালে মাদ্রাসার শিক্ষকগন এমন জঘন্য কাজের জন্য কোন আইনি ব্যবস্থা না নিয়ে উল্টা আমার বোনকে রাগারাগি করে আমার মেয়েকে দিয়ে দেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে ডাক্তার এর পর্যবেক্ষণের পর তার মায়ের কাছে আছেন।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ