নগরকান্দায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা জনাব দেবদুলাল সাহা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষি ও জেলেদের মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং সংশ্লিষ্ট বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল, বেহুন্দি জাল, ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা, এবং ভেসাল বা খালে বাঁধ দিয়ে মাছ ধরার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।
সভায় বক্তারা বলেন, অবৈধ জাল ব্যবহার ও বিধিবহির্ভূত মাছ ধরার মাধ্যমে জলজ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, যা দেশের মৎস্য সম্পদের জন্য হুমকি। তাই আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মৎস্য সম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ