চরভদ্রাসনে খেলাফত মজলিশের উপজেলা শাখা অফিসের উদ্বোধন

আসলাম বেপারী, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 19, 2025 - 14:55
 0  3
চরভদ্রাসনে খেলাফত মজলিশের উপজেলা শাখা অফিসের উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বড় ব্রীজের অপর পারে মেইন সড়ক ঘেষে বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা আরাফাত হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন।

“ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত” - এই মূল স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ফাহিম, উপজেলা যুব মজলিশ সভাপতি মুফতি মিজানুর রহমান আমিনী, ছাত্র মজলিশ সভাপতি হাফেজ আশরাফুল আলম, ইউনিয়ন নেতা মাওলানা মুহাম্মদ মহসিন, হাফেজ শাহেদুল ইসলাম ও মো. লিটন মোল্যা প্রমুখ।

বক্তারা সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক ইসলামিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্যা বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। খেলাফত মজলিশ একটি ইসলামিক রাজনৈতিক দল, যে দলের আদর্শে কাজ করলে জান্নাত লাভ করা সম্ভব।” তিনি সৎ, যোগ্য ও রাসুল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত সমাজ গঠনের আহ্বান জানান এবং সকলকে খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow