কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Oct 15, 2025 - 18:31
 0  9
কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বুধবার দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলা ও ইংরেজি বিভাগের খেলার মধ্য দিয়ে এবারের টুর্নামেন্টের পর্দা ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এবং ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। 

উদ্বোধনী খেলায় আকাশ ও আকরামের জোড়া গোলে ইংরেজি বিভাগকে ৪-১ ব্যবধানে পরাজিত করে প্রথম জয় তুলে নেয় বাংলা বিভাগ। ইংরেজি বিভাগের একমাত্র গোলটি আসে রিজওয়ানের পা থেকে।

উল্লেখ্য,  বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের সব খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow