সাইকেল রেখে নিখোঁজ রুবেল, তিন দিনেও খোঁজ মেলেনি

নওগাঁর আত্রাইয়ে কাঁচামাল ও কলা ব্যবসায়ী রুবেল আলী নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রুবেল উপজেলার শাহাগোলা ইউনিয়নের ছোটডাঙ্গা গ্রামের খলিল মণ্ডলের ছেলে। ছেলেকে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ব্যবসায়িক কাজে সাইকেলযোগে শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারের উদ্দেশে রওনা দেন রুবেল। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ময়েনের ব্রিজ এলাকায় তার সাইকেল পড়ে থাকতে দেখে এবং তা পরিবারকে জানালে রুবেলের বাবা দ্রুত আত্রাই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ রুবেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, “সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো হদিস পাইনি। আমরা সাধারণ মানুষ, আমার স্বামী কাঁচামাল আর কলা বিক্রি করেই সংসার চালায়। আমাদের একটিমাত্র সন্তান আছে। আমার একটাই চাওয়া, প্রশাসন যেন তাকে খুঁজে আমাদের কাছে ফিরিয়ে আনে।”
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বলেন, “ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। অনুসন্ধান অব্যাহত রয়েছে।”
নিখোঁজ রুবেলকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীও তৎপরতা চালিয়ে যাচ্ছে।
What's Your Reaction?






