পিরোজপুরে ৮ম চীন মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া ৮ম চীন মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে,তবে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ছয়টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ব্রিজের রেলিংয়ের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে রেখে চালক ও হেল্পার পালিয়ে যায়।
এ ঘটনায় সেতুটি ব্যবহার কারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন," ৮ম চীন মৈত্রী সেতুর কাউখালীর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার,হেলপার পালিয়ে গেছে। ভাঙ্গা অংশ সিল গালা করে মেরামতের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান,"৮ম চীন মৈত্রী সেতুর কাউখালী অংশে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভাঙার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কেউ হতাহত হয়নি,গাড়ি ফেলে ড্রাইভার,হেল্পার পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
What's Your Reaction?






