পিরোজপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শনে আলাউদ্দিন খান

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Sep 30, 2025 - 13:49
 0  6
পিরোজপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শনে আলাউদ্দিন খান

পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নের পিরোজপুর ১ আসনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান।  সোমবার বিকেল থেকে পিরোজপুর সদর উপজেলার কলাখালি ইউনিয়ন থেকে শুরু করে দাউদপুর বাজার হুলারহাট এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ও পরিদর্শন করেছেন। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান পিরোজপুর ১ (পিরোজপুর সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের ধানের শীষের প্রার্থী হতে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করেছেন এবং ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন। 

এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়ন করে জনসমপৃক্ততা বাড়ানো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা, নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছি। পিরোজপুরে ১ আসনে ধানেরশীষ কে বিজয়ী করাতে আমাদের এ প্রচার প্রচারণা চলমান থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow