আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরি জ্ঞানের বাতিঘর হয়ে উঠুক: ইউএনও রাসেল ইকবাল

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Sep 30, 2025 - 13:34
 0  12
আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরি জ্ঞানের বাতিঘর হয়ে উঠুক: ইউএনও রাসেল ইকবাল

ফরিদপুরের আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরি হোক এ জনপদের জ্ঞানের বাতিঘর, হোক জ্ঞানপিপাসু মানুষের একমাত্র ঠিকানা এ প্রত্যাশা ব্যক্ত করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

তিনি বলেন,একটি লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি নতুন প্রজন্মকে আলোকিত করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণরা দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারবে।”

ইউএনও রাসেল ইকবাল আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরি গড়ে তোলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পাঠচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই লাইব্রেরি অচিরেই আলফাডাঙ্গার মানুষের জন্য সত্যিকারের জ্ঞানের বাতিঘর হয়ে উঠবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ উদ্যোগ আগামী প্রজন্মকে বইপড়ায় আগ্রহী করে তুলবে এবং একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow