বেরোবিতে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বেরোবি প্রতিনিধি
May 25, 2025 - 23:25
 0  2
বেরোবিতে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার শুরু হয়ে শনিবার (২৪ মে ২০২৫) সন্ধ্যায় একাডেমিক ভবন-৩ এর সামনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।

বিতর্কের বিষয় ছিল: “মুনাফার চেয়ে নৈতিকতা ব্যবসায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।”

চূড়ান্ত পর্বে জয়ী হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে হবে। এটি শিক্ষার্থীদের বাচনভঙ্গি, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা উন্নত করে।” তিনি আরও বলেন, “বিতর্ক একজন শিক্ষার্থীকে যুক্তিবাদী ও সৃজনশীল করে তোলে, যা একাডেমিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রাফিউল আজম খান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান উমর ফারুক এবং এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুর আলম।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow