ভূমি মেলা উপলক্ষে ভূমি উন্নয়নে সচেতনতা বাড়াতে রোয়াংছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি
May 25, 2025 - 23:28
 0  21
ভূমি মেলা উপলক্ষে ভূমি উন্নয়নে সচেতনতা বাড়াতে রোয়াংছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"নিয়মিত ভূমি উন্নয়ন প্রদান করি, নিজের জমি সুরক্ষা করি"—এই স্লোগানে বান্দরবানের রোয়াংছিতে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা-২০২৫। ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করে রোয়াংছি উপজেলা ভূমি অফিস।

রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত ভূমি কমিশনার মো. সাইফুল ইসলাম ভূমি সেবা স্টল ও "ভূমি আড্ডা বুথ" উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা মো. সাইয়েদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর হোসেন, হেডম্যান ও কারবারী কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোয়াইহ্রী মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা এবং ৩৪৫নং নোয়াপতং মৌজার হেডম্যান মিচিং মারমা।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow