নোয়াখালীতে ছাত্রদলকর্মী রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফি (১৯) হত্যার ঘটনায় অভিযুক্ত পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) দুপুর ১২টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নিহত রাফির পরিবার, আত্মীয়স্বজন, স্থানীয় জনগণসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন নিহত রাফির বাবা আবুল কালাম আজাদ, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলামসহ অন্যান্য বক্তারা। বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের চারদিন পার হলেও এখনো অভিযুক্ত পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেপ্তার করা হয়নি। তারা ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
গত বৃহস্পতিবার বিকেলে অলিপুর গ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন রাফি। খেলায় এক বন্ধুর ঠোঁটে আঘাত লাগলে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের (৬০) কাছে নেওয়া হয়। চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহীন রাফিকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর ঢাকা নেওয়ার পথে রাতেই রাফির মৃত্যু হয়।
পরদিন রাফির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে গিয়াস উদ্দিন শাহীনকে একমাত্র আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, “ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
What's Your Reaction?






