সদরপুর থানা থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুরের সদরপুর থানায় গত বছরের ৫ আগস্ট সংঘটিত হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় লুট হওয়া একটি ১২ বোর পাম শর্টগান অবশেষে উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলা সদরের কালিখোলা এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশ্যামপুর গ্রামের কাশেম সর্দারের ছেলে রাতুল সর্দার (১৮) ও ইউনুছ হাওলাদারের ছেলে আনিসুল হক (১৮)-কে ওই দিনের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি নাজমুল হাসান জানান, “গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কিছু দুষ্কৃতিকারী থানায় হামলা চালিয়ে অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট করে। এর মধ্যে একটি শর্টগান উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “যদি কেউ লুট হওয়া অস্ত্র কোথাও ফেলে রেখে পুলিশকে ফোন করে কিংবা ৯৯৯-এ তথ্য দেয়, তাকে পুরস্কৃত করা হবে।”
What's Your Reaction?






