নওগাঁয় সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁ
May 25, 2025 - 23:40
 0  2
নওগাঁয় সেনাবাহিনীর একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগী বিভিন্ন ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো: রকিব উদ্দিন মজুমদার এমসিপিএস, ডিএফএম, এএমসি জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে।

ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্মরোগ চিকিৎসাসহ প্রায় ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগীদের জন্য অন্যান্য চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে।

বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে ও ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow