ছাত্র সংসদ চালুর দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা পাশে পেল বিএনপিকে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতৃবৃন্দ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের পুনিউট এলাকায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা বিএনপির সভাপতি, ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মমিনুল হক এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসেন গোলাপ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র সমাজের অধিকার, গণতন্ত্র এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। বিএনপি নেতারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেন।
এ সময় শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করে তা পুনরায় চালু করার জোর দাবি জানান। পাশাপাশি, তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া দুটি বাস আবারও চালু করার জন্য নেতৃবৃন্দের কাছে দাবি তোলেন।
শিক্ষার্থীদের এসব দাবিকে বিএনপি নেতারা ইতিবাচক হিসেবে গ্রহণ করে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
What's Your Reaction?






