ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ব্যানার-ফেস্টুন উচ্ছেদের প্রতিবাদ

বিএনপির ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১১টা ৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন যুবদল নেতারা।
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কাউসার সরদার, জব্বার জমাদার, মো. আরমান হোসেন, মইদুল ইসলাম কাকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু ও সদস্য মোহাম্মদ কামরুল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। গত ১৭ বছর ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। কিন্তু সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন স্থানে বিএনপির ব্যানার ও ফেস্টুন পরিকল্পিতভাবে অপসারণ করা হচ্ছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।”
বক্তারা আরও বলেন, “একটি রাজনৈতিক দল কখনোই আরেকটি দলের ব্যানার-পোস্টার উচ্ছেদ করার অধিকার রাখে না। এ ঘটনায় এন সি পি'র নেতৃবৃন্দকে দায়ী করা হচ্ছে। এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
তারা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?






