মনোনয়ন বাতিল হল জামায়াতের সহকারী সেক্রেটারীর
কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মামলার যথাযথ নথিপত্র দাখিল করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চতুর্থ দিনের মতো শেষ হয়েছে। আজ শুক্রবার সারাদেশে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে এ কার্যক্রম।
যাচাই-বাছাই শেষে অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে অপর ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আ. মান্নান।
মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা হলেন- জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা। শুক্রবার সন্ধ্যায় পূর্বনির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা রিটানিং কর্মকর্তা।
জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে তাঁর।
What's Your Reaction?
মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টারঃ