ক্ষমতায় গেলে নারীদের ভাগ্য বদলের অঙ্গীকার বিএনপির

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে নারীদের অগ্রাধিকারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে—এই জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটবে বিএনপি এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করে তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করবে।
শনিবার (৩০ আগস্ট) মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' রূপরেখা নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ছনবাড়ী বাসস্ট্যান্ডে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতীতের স্মৃতিচারণ করে মীর সপু বলেন, "প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীশিক্ষাকে অবৈতনিক করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনিই নারীদের এগিয়ে যাওয়ার মূল ভিত্তি রচনা করেন।"
কর্মশালায় মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক শাহেদা মির্জা পাশু। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






