মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

মাগুরায় "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" উপলক্ষে ধর্মীয় নেতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এই কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, জনাব মোঃ অহিদুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন, ডাঃ মোঃ শামীম কবির এবং সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, মাগুরার উপ-পরিচালক, মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ পদ্ধতি।" সমাজে ধর্মীয় নেতাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে সচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তাদের মাধ্যমে মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব হবে।" তিনি টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সকলকে এই টিকাদান কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রচারণার আহ্বান জানান।
সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির তার বক্তব্যে টাইফয়েডের ভয়াবহতা এবং এর থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ বলেন, "ইসলাম ধর্মে জীবন রক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। টিকা গ্রহণের মাধ্যমে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব।"
কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। তারা এই মহৎ উদ্যোগকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
What's Your Reaction?






