ইছামতি বিল-ফসল,মাছ আর পদ্মফুলে সাজানো প্রকৃতির অপার সৌন্দর্য

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Nov 9, 2025 - 15:05
 0  6
ইছামতি বিল-ফসল,মাছ আর পদ্মফুলে সাজানো প্রকৃতির অপার সৌন্দর্য

মাগুরার মহম্মদপুর উপজেলার হৃদপিন্ডে যেন লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য নহাটা এলাকার ইছামতি বিল। ঋতু বদলের সাথে সাথে বিলটির রূপও বদলায়। কখনো সবুজ ধানের মাঠে ভরে ওঠে, কখনো ঢেউ খেলানো জলে ছলছল করে দেশীয় মাছের আনাগোনা,আবার কখনো পদ্মফুলে সাজে যেন এক অপূর্ব জলরঙের ক্যানভাস বৃষ্টির মৌসুম এলেই চারদিকে ছড়িয়ে পড়ে পানির রাজত্ব। 

বিলের জমিতে ধানের চারা রোপণ শুরু হয়। স্থানীয় কৃষকদের মুখে তখন হাসির ঝিলিক। কারো জমিতে আমন,কারো জমিতে বোরো-ইছামতি বিল যেন মহম্মদপুরের কৃষি জীবনের প্রাণ। শুকনো মৌসুমে বিলের পাড় ঘেঁষে জন্মে শাকসবজি, পেঁয়াজ, রসুন, আলু, ও ডাল জাতীয় ফসল। বিলে জমে থাকা পলিমাটি এসব ফসলকে করে তোলে উর্বর। 

ইছামতি বিল শুধু কৃষির নয়,মৎস্যজীবীদেরও জীবিকার অন্যতম উৎস।বর্ষায় যখন বিল পানিতে পূর্ণ হয়,তখন দেশীয় মাছ যেমন টেংরা, শিং, মাগুর, কই, চিংড়ি, রুই, কাতলা, মৃগেল-এসব মাছ ধরা পড়ে জেলেদের জালে।অনেক সময় দূরদূরান্ত থেকে ক্রেতারা আসে এই বিলে ধরা তাজা মাছ কিনতে।

বর্ষার মাঝামাঝি থেকে শরৎকাল পর্যন্ত বিলের বুকজুড়ে ফোটে সাদা ও রঙিন পদ্মফুল।সকাল বেলায় সূর্যের আলো পড়তেই সেই পদ্মফুল গুলো যেন বিলের জলে হেসে ওঠে।বাতাসে ছড়িয়ে পড়ে মন ভরানো ঘ্রাণ।স্থানীয় শিশু-কিশোররা দল বেঁধে পদ্মফুল তুলতে যায়,আর ফটোগ্রাফারদের কাছে ইছামতি বিল তখন হয়ে ওঠে স্বপ্নের ছবির মতো এক প্রাকৃতিক গ্যালারি।

ইছামতি বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য এখন ধীরে ধীরে আকর্ষণ করছে দর্শনার্থীদের। প্রতিদিন বিকালে দূর দুরান্ত থেকে নারী পুরুষ বিলের দৃশ্য দেখতে ছুটে আসে।এছাড়া বিভিন্ন উৎসবে নারী পুরুষের ভিড় দেখা যায়। 

ইছামতি বিল শুধু একটি জলাশয় নয়,এটি মহম্মদপুরের মানুষের জীবনের অংশ, সংস্কৃতির প্রতিচ্ছবি।কৃষি,মৎস্য,ফুল-সবকিছুর মিলনে গড়ে উঠেছে এক অনন্য প্রাকৃতিক সম্পদ। 

যত্ন ও সংরক্ষণের মাধ্যমে এই বিল হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আকর্ষণীয় জীববৈচিত্র্যের কেন্দ্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow