৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ নারীসহ ৪ রোহিঙ্গা আটক

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 28, 2025 - 14:37
 0  3
৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ নারীসহ ৪ রোহিঙ্গা আটক

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) এবং শাহানু আক্তার (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী এলাকায় হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার ও বান্দরবানসহ আশপাশের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করে আসছিল। ঘটনার দিন, ২৮ সেপ্টেম্বর, তারা ইয়াবা ট্যাবলেট নিয়ে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশীতে অবস্থান করছিল। এসময় স্থানীয় লোকজন তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে লামা থানাধীন কুমারী পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) জামিল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক কারবারিদের আটক করে এবং তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow