কাপ্তাইয়ের ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 28, 2025 - 12:37
 0  9
কাপ্তাইয়ের ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ব্যাঙছড়ি মুসলিম পাড়া মাঠ প্রাঙ্গণে এক বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে।

গাউছিয়া কমিটি চিৎমরম ইউনিয়ন শাখার উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলতাফ সওদাগর। মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন চট্টগ্রামের বোয়ালখালী সৈয়্যদা নুর নাহার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ নুরশেদ রেজা (মু:জি:আ:)।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চিৎমরম আত-তৈয়্যব হাশেমিয়া ফরুকিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ ফারুক আজম কাদেরী। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এবং কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ।

এর আগে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মোহাম্মদ এহসান জিসান মাহফিলের শুভ উদ্বোধন করেন। ব্যাঙছড়ি মুসলিম পাড়া যুব সমাজের পক্ষে মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা এই ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "নবী করিম (সা.) ছিলেন সমগ্র বিশ্বের জন্য ত্রাণকর্তা। তাঁর আগমন না হলে আমরা মুসলিম হিসেবে পরিচয় পেতাম না। আমরা তাঁর জন্ম ও ওফাতের দিনে এমন আয়োজন করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন।"

আলোচনা শেষে বিশ্বের সকল নবী-রাসূল এবং আউলিয়ায়ে কেরামের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরাধামে শুভাগমন উপলক্ষে আয়োজিত এই জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী ও ফাতেহা-ই-ইয়াজদাহুম মাহফিলে বিশ্বশান্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow