নগরকান্দায় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বাদ আসর, নগরকান্দা উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করেন মাইটিভি ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলি শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সরকারি নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আফতাব হোসেন, শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপজেলা সুপারভাইজার মাওলানা মুফতি খন্দকার লুতফর রহমান।
অনুষ্ঠানে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে মরহুমা ওমেদা বেগমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, “তিনি ছিলেন একজন সংগ্রামী নারী, যিনি নিজস্ব প্রচেষ্টায় মাইটিভির মতো একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করে দেশের গণমাধ্যমে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর অবদান চিরস্মরণীয়।”
অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন—তার দেখানো আলোকিত পথ অনুসরণ করে গণমাধ্যমকর্মীদের এগিয়ে যেতে হবে। এমন আয়োজন যেন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, এ প্রত্যাশাও ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, মরহুমা ওমেদা বেগম ২০০৬ সালে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন প্রগতিশীল চিন্তাশীল নারী, যাঁর নেতৃত্বে গড়ে ওঠা মাইটিভি আজ দেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে রূপান্তরিত হয়েছে।
What's Your Reaction?






