খোকসায় বিয়ের আগের রাতে ডাকাতি আতিয়ার মন্ডল গ্রেফতার

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের আগের রাতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অভিযুক্ত আতিয়ার মণ্ডল (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে খোকসা থানাধীন বিলজানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বশোয়া গ্রামের মৃত মোন্তাজ মণ্ডলের ছেলে। এই ঘটনায় এ পর্যন্ত তিনজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ইসলামপুর গ্রামের বাসিন্দা বিধান কুমার রায়ের কন্যার বিয়ের দিন ছিল ২০ জুলাই। তবে বিয়ের আগের রাতে (২০ জুলাই) গভীররাতে তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামালসহ প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে খোকসা থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৪, তারিখ-২২/০৭/২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)। ঘটনার পর থেকে পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আটক আতিয়ার মণ্ডলকে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






