সাংবাদিক তুহিন হত্যা'সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 8, 2025 - 21:21
 0  2
সাংবাদিক তুহিন হত্যা'সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং দেশজুড়ে সাংবাদিকদের উপর চলমান নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ফুঁসে উঠেছে নওগাঁর সাংবাদিক সমাজ। কলম ছেড়ে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখা। এই দাবিতে আগামী শনিবার এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।

এই কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার (৮ আগস্ট) সংগঠনের জেলা কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সাংবাদিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার ও সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এ.কে.এম ফজলে মাহমুদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রাকিব, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সাংবাদিক তুহিন হত্যা এবং সারা দেশে সকল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগামী **৯ আগস্ট, শনিবার, সকাল ১১টায় নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনারের সামনে** এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংগঠনের পক্ষ থেকে জেলার সকল সাংবাদিক সহযোদ্ধাদের এই কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থেকে সংহতি প্রকাশের জন্য এবং নিজেদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow