রাণীনগরে কারামুক্তদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান আন্দোলনে কারামুক্তদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
খট্টেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন উল হকের সভাপতিত্বে এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি এবং উপজেলা মহিলা দলের সভাপতি ফাহিমা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে ৮ জন কারামুক্ত নেতাকর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
What's Your Reaction?






