বিজয়নগরে সরকারি জায়গায় নির্মাণাধীন দোকান উচ্ছেদ করলেন ইউএনও

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Aug 9, 2025 - 16:50
 0  2
বিজয়নগরে সরকারি জায়গায় নির্মাণাধীন দোকান উচ্ছেদ করলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি খাস জায়গা দখল করে নির্মাণাধীন দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ড, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের কাজ চলছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, “সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। পরবর্তীতে নির্মাণাধীন দোকান অপসারণ করে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow