শ্রীনগরে লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

মুন্সীগঞ্জের শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের উদ্যোগে শিক্ষা উপকরণ, ক্রেস্ট ও গাছের চারা বিতরণসহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে মদনখালী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও ফটোকপি মেশিন বিতরণ করা হয়। পরে সকাল ১০টা থেকে কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা শেষে চশমা বিতরণ করা হয়।
দুপুর ১টায় মদনখালী, বাড়ৈখালী ও শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে মগ এবং গাছের চারা উপহার দেওয়া হয়।
লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের সভাপতি সজিব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আলম, লায়ন আবু বক্কর সিদ্দিক, লায়ন হামিদ উদ্দিন আহম্মেদ, মদনখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাহারুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন বিপ্লব, উপজেলা জাসাসের সভাপতি শফিউল আলম খান আজম, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল, বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজন, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মুকুল হোসেন, ইউনিয়ন জাসাসের সহসভাপতি মো. মনির হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
What's Your Reaction?






