তারেক রহমানের ৩১ দফা নিয়ে শ্রীনগরের পথে-প্রান্তরে বিএনপি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 10, 2025 - 14:49
 0  10
তারেক রহমানের ৩১ দফা নিয়ে শ্রীনগরের পথে-প্রান্তরে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে তৃণমূলের দোরগোড়ায় পৌঁছে দিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর শ্রীনগর সরকারি কলেজ রোড হয়ে শ্রীনগর বাজারের দোকানদার, সাধারণ পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন নেতাকর্মীরা। গণসংযোগ শেষে শ্রীনগর বাজার যুবদল অফিসের সামনে একটি পথসভায় মিলিত হন তারা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বলেন, "আমরা আজ তারেক রহমানের ৩১ দফা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। ২০২৩ সালেই তারেক রহমান উপলব্ধি করেছিলেন যে, দেশের রাষ্ট্রকাঠামোতে সংস্কার আনা জরুরি। সেই লক্ষ্যেই তিনি বিভিন্ন দলের সাথে আলোচনা করে যুগোপযোগী এই ৩১ দফা প্রণয়ন করেন।"

তিনি আরও বলেন, "আনন্দের বিষয় হলো, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের সংস্কার প্রস্তাবে আমাদের এই ৩১ দফারই সর্বোচ্চ প্রতিফলন ঘটেছে। আমরা আশা করি, বর্তমান সরকার যদি এই ৩১ দফা অনুসরণ করে, তবে তা বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সংস্কার হবে এবং এই সংস্কারের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।"

নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই যে, তারা তাদের ওয়াদা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা করেছেন।"

এসময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অয়ন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোড়লসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow