সিরাজদিখানে দিনেদুপুরে ছিনতাই ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিনেদুপুরে ২৮ লাখ ৮৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন ও তার সহযোগীদের বিরুদ্ধে। অপরদিকে, অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় লতব্দী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তুলেছে রিপন গং।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
শামসুদ্দিন খান খোকন অভিযোগ করে বলেন, "জমি রেজিস্ট্রি করতে গেলে পরিকল্পিতভাবে মোস্তাফিজুর রহমান রিপনসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের কাছে থাকা ২৮ লাখ ৮৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।"
অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, "খোকন গংদের অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করলে আমার ভাইসহ আমি হামলার শিকার হই। এর আগেও তারা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছিল।"
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, "ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
What's Your Reaction?






