মুন্সীগঞ্জে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে তারিকুল ইসলাম (১৪) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তারিকুল ইসলাম শেরপুর জেলার শেরপুর উপজেলার গুকরাকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে। তার বাবা আব্দুস সালাম পরিবারসহ অন্যের জমিতে কাজ করার উদ্দেশ্যে ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের আলী হোসেনের বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম শিয়ালদী এলাকায় ডাটা ক্ষেতে কাজ করছিল তারিকুল। এ সময় হঠাৎ করেই শুরু হয় বজ্রপাত। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তারিকুলের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, “বজ্রপাতের ঘটনায় একজন রোগীকে হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”
বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তারিকুল ইসলাম পরিবারের বড় সন্তান ছিল। স্থানীয়দের দাবি, বজ্রপাতের সময় আবহাওয়া অফিস থেকে সঠিক পূর্বাভাস পেলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।
What's Your Reaction?






