রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে সিরাজদিখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 28, 2025 - 20:07
 0  5
রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে সিরাজদিখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে আওয়ামী বর্বরতার ‘রক্তাক্ত ২৮ অক্টোবর’ স্মরণে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিরাজদিখান উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসাইনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ খিদির আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ মুজিবুর রহমান।

উপজেলা সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়ার সঞ্চালনায় এসময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্রশিবির, নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় ও রক্তাক্ত দিন। ওই দিনে ঢাকায় প্রকাশ্য দিবালোকে নিরীহ ইসলামপন্থী কর্মীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যা জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow