শ্রীনগরে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ, হুমকির শিকার নারী

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিরোধপূর্ণ জমিতে পেশিশক্তির মাধ্যমে জবরদস্তি করে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সোমবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে—স্থানীয় মন্টু দাস, ঝন্টু দাস ও মৃত বলরাম দাসের ছেলে বিপুল দাস মিলে এক নারী মালিকানাধীন জমিতে থাকা দুটি বড় কড়ই (রেইন্ট্রি) গাছ কেটে নিয়ে গেছেন। এ সময় ভুক্তভোগী নারী বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী নারীর দাবি, তার স্বামী মৃত সুজিত কুমার রায় পৈতৃক সূত্রে মাইজপাড়া মৌজার প্রায় ৩৪ একর জমির মালিক ও দখলদার ছিলেন। এ সম্পত্তি নিয়ে বর্তমানে মুন্সীগঞ্জ দেওয়ানী আদালতে ১০৫৩ নম্বর একটি মোকদ্দমা চলমান রয়েছে। মামলা চলাকালীন বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়া সম্পূর্ণ বেআইনি বলেও তিনি অভিযোগ করেন।
অন্যদিকে অভিযুক্ত বিপুল দাস দাবি করেন, “আমার বাবা বলরাম দাস ১১ শতাংশ এবং মন্টু দাস ও ঝন্টু দাস যথাক্রমে ৫.৫ শতাংশ করে মোট ২২ শতাংশ জমি প্রায় ১০ বছর আগে জাহেদা খাতুন নামের এক নারীর কাছ থেকে ক্রয় করেছেন। সেই জমি আমরা ভোগদখলে রেখেছি এবং আমাদের জমির গাছই কেটেছি।”
তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জমির মালিকানা ও গাছ কর্তনের বৈধতা নিয়ে দ্বন্দ্বের সূত্র ধরে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী।
What's Your Reaction?






