সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার

ঢাকার সাভারে টু-টু লং রাইফল পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ টুটুল (৩৪) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজারের সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। টুটুল সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে।
সোমবার (৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. ফয়সাল আলমের নেতৃত্বে একটি টহল দল রাতভর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় রিকশাযোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা টুটুলকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। তখন তার কাছ থেকে একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি সঙ্গে রেখে সাভারের আমিনবাজার ও কাউন্দিয়া এলাকাসহ আশপাশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ওসি আরও জানান, গ্রেপ্তার টুটুল ছাড়াও তার আরও দুই সহযোগীর নাম পাওয়া গেছে। তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার টুটুলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।
What's Your Reaction?






