ফরিদপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের দুই ব্যক্তি হত্যা মামলায় ২০ বছর পর চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 28, 2025 - 21:50
 0  3
ফরিদপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের দুই ব্যক্তি হত্যা মামলায় ২০ বছর পর চারজনের যাবজ্জীবন

দীর্ঘ দুই দশক পর ফরিদপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শফিউদ্দীন এই রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে রায় দেওয়া হয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

যাবজ্জীবনপ্রাপ্ত চারজন হলেন—আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের আনোয়ার হোসেন (৫৩), বোয়ালমারী উপজেলার গুণবাহা গ্রামের কামরুল হাসান ওরফে কামরুজ্জামান (৪৫), চাঁদপুর ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মনিরুজ্জামান ওরফে মনির (৪০) এবং চর ধোপাপাড়া গ্রামের আব্দুস সামাদ (৬০)।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ জুলাই দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার চর ধোপাপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত দুই খ্রিষ্টান ব্যক্তি—তপন রায় (৩০) ও নিকলাল মাঝি (৩৫)—বিপুল কুমার বাকচীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন বাড়ির মালিক বিপুল কুমার বাকচী বাদী হয়ে বোয়ালমারী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২৮ মার্চ তৎকালীন উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রায় প্রসঙ্গে ফরিদপুর বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আজিজুর রহমান বলেন, “আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তারা টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। পরে জামিনে গিয়ে তারা পলাতক হয়। অনেক বিলম্বে হলেও এই জোড়া হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow