কসবায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Aug 11, 2025 - 00:37
 0  1
কসবায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সাংবাদিক ফোরাম (KUSF) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় কসবা পৌর মুক্তমঞ্চ সুপার মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয় এবং সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ উজ্জ্বল।

বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাছির বলেন, “রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা।”

কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন বলেন, “সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহপরান বলেন, “আমরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদের নিরাপত্তাই বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”

যুগান্তর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন উল্লেখ করেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। তুহিনের ক্ষেত্রেও যেন একই চিত্র না দেখা যায়।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শামিম আহম্মেদ, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহ মো. ফুরকানুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শাহপরান, দৈনিক ডেসটিনির প্রতিনিধি মিজানুর রহমান দুলাল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow