নাসিরনগরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক সংস্কারের দাবিতে শুক্রবার সকাল ১১টায় স্থানীয় উলামা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কালিউতা বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চাপরতলা-কালীউতা-বেঙ্গাউতা সড়কের মধ্যবর্তী স্থানে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বেহাল ও চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনসাধারণ ভোগান্তিতে আছে। বিশেষ করে বর্ষার সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং পথচারীদের জন্যও রাস্তাটি অতিকষ্টকর হয়ে ওঠে।
উলামা পরিষদের সভাপতি ক্বারী কাজী অহিদুর রহমানসহ মাওলানা কাজী আনোয়ার হোসাইন, মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান, ক্বারী মনিরুজ্জামান, মাওলানা হাবীবুল্লাহ ফারুকী, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, মাওলানা সাদেকুর রহমান ফরিদী, মাওলানা এরশাদুল ইসলাম, মোহাম্মদ শামসু মিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা নাঈম খান, ক্বারী আবুল বাসার প্রমুখ বক্তব্যে রাস্তার বেহাল দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবিতে গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডি কর্তৃপক্ষের দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু করার জন্য চাপ সৃষ্টি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
What's Your Reaction?






