থানচিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৫টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম অজিত পালিত (৩৫)। তিনি বলিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও হিন্দু পাড়ার বাসিন্দা। সংঘর্ষে গুরুতর মাথায় আঘাত পেয়ে প্রথমে তাকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “আহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত থাকায় এবং কমপ্লেক্সে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম না থাকায় তাকে চমেকে স্থানান্তর করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সনজিত পালিতের ছেলে অজিত পালিতের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ও বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুদর্শন দাশ (৫০)-এর দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেল ৩টার দিকে সুদর্শন দাশ তার ভাই মদন দাশসহ পরিবারের সদস্যদের নিয়ে অজিত পালিতের নির্মিত ঘরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়।
অজিত পালিত অভিযোগ করে বলেন, সুদর্শন দাশ, তার ছেলে টিপলু দাশ এবং বান্দরবান থেকে আনা আরও দুইজনসহ সাতজন মিলে তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
বিপরীতপক্ষ সুদর্শন দাশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, “দুই পক্ষ থানায় অভিযোগ জানাতে এসেছিল। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






