সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সাভার ও আশুলিয়ার সাংবাদিকরা। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আশুলিয়ায় এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় আশুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে যেভাবে দিবালোকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।" তারা প্রশ্ন তোলেন, "কেন বারবার সাংবাদিকরা এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হবেন? অন্তর্বর্তী সরকারের সময়েও যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন, তাহলে আমরা কোথায় যাব?"
বক্তারা আরও বলেন, "সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তুহিন হত্যাকাণ্ড তারই ধারাবাহিকতা। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকের দিকে তাকাতেও সাহস না পায়।"
এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, "সাংবাদিকদের সুরক্ষার জন্য কমিশন গঠন করা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। প্রশাসন কেন নিশ্চুপ? আমরা অবিলম্বে সাংবাদিক তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।"
আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়ের সভাপতিত্বে এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু ও অপু ওহাব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহম্মেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা, কোষাধ্যক্ষ তুহিন আহামেদ, দপ্তর সম্পাদক শফি মাহামুদ, প্রচার সম্পাদক আল মামুন এবং সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
What's Your Reaction?






