আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে জামায়াত: আশুলিয়ায় জনসভায় দেলোয়ার হোসাইন

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 9, 2025 - 13:03
 0  0
আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে জামায়াত: আশুলিয়ায় জনসভায় দেলোয়ার হোসাইন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, “বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার জামায়াতকে ধ্বংস করতে নানা পরিকল্পনা করলেও আল্লাহর মেহেরবানিতে তা সম্ভব হয়নি।"

তিনি বলেন, শহীদ আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান ও মীর কাসেম আলীসহ শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এতে জামায়াতের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “আল্লাহর মেহেরবানি ও জনগণের ভোটে ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবে।” তিনি আরও জানান, অতীতে দলীয় মন্ত্রীরা সৎ ও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করে উদাহরণ সৃষ্টি করেছেন।

সভায় ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আফজাল হোসাইন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও স্থানীয় সমস্যার সমাধানে দল প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসেন, শিক্ষা বিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ তৌহিদ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুন অর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow