থানচিতে ভেজাল খাবার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ: ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

পর্যটন নগরী বান্দরবানের থানচি উপজেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি রেস্টুরেন্ট ও পাঁচটি ফার্মেসিকে মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, বাজারের জনপ্রিয় দুটি রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার নোংরা পরিবেশে রান্না করে পর্যটক ও স্থানীয়দের কাছে বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী জনপ্রিয় রেস্তোরাঁ-এর মালিক ইলিয়াসকে (৫০) ২,০০০ টাকা এবং কাইয়ুম রেস্তোরাঁ-এর মালিক মো. নাইমকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসিতেও অভিযান চালানো হয়। পাহাড়ি অঞ্চলের অসুস্থ ও সরল মানুষদের টার্গেট করে মেয়াদোত্তীর্ণ, নকল ও মানহীন কোম্পানির ঔষধ ও ইনজেকশন বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আওতায় আসা ফার্মেসিগুলোর মধ্যে নীলগিরি ফার্মেসিকে সর্বোচ্চ ৪,০০০ টাকা, ভাই ভাই ফার্মেসিকে ২,০০০ টাকা এবং পপুলার ফার্মেসি, সাইওয়ান ফার্মেসি ও সাঙ্গু ফার্মেসিকে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, "জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পর্যটন এলাকায় খাবারের মান এবং ঔষধের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ এবং থানচি থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তুষ্টি প্রকাশ করেছে।
What's Your Reaction?






