থানচি সীমান্ত সড়কে নতুন ব্রীজ উদ্বোধন

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 28, 2025 - 09:10
 0  3
থানচি সীমান্ত সড়কে নতুন ব্রীজ উদ্বোধন

পাহাড়ি দুর্গম জনপদ বান্দরবানের থানচি সীমান্ত সড়কে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল বাংলাদেশ সেনাবাহিনী। থানচি–রিমাকরি–মদক–লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে রিমাকরি খালের উপর নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন করেছেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দুর্গম সীমান্তবর্তী এলাকায় শিক্ষাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং জনজীবন সহজ করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।” এ সময় স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাসও দেন তিনি।

ব্রীজ উদ্বোধন শেষে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাইতন পাড়া ও শালোকিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী ও উপহার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানচি–রিমাকরি–মদক–লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল নূর মোঃ সিদ্দিক সেলিম, পিএসসি।

৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও জননিরাপত্তায় সেনাবাহিনীর কার্যক্রম চলমান রয়েছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

পাহাড়ি এই ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে থানচি সীমান্ত সড়কে যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা শুধু স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow