রোগের যন্ত্রণা সইতে না পেরে বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে জামিরন বেগম (৬৩) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পৌরসভার উত্তর শিবপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত জামিরন বেগম ওই গ্রামের হ্যালিপোর্ট এলাকার মো. ইদ্রিস শেখের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, সকালে তারা বাড়ির পাশের সড়কে পাটকাঠির আঁশ ছাড়ানোর কাজে যান। সে সময় জামিরন বেগম একাই বাড়িতে ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে তারা জামিরনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, জামিরন বেগম দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এবং এ কারণে তিনি মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, "প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে নানা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।"
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






