সরকারি রাজেন্দ্র কলেজে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ গঠনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ এম এ হালিমের হাতে এই স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী কাজী জেবা তাহসিন (সেশন ২০১৯–২০), বাংলা বিভাগের মোল্লা আবির (সেশন ২০১৯–২০), উদ্ভিদবিজ্ঞান বিভাগের জান্নাতুল সাদিয়া (সেশন ২০১৯–২০) এবং ব্যবস্থাপনা বিভাগের লতিফুল কবির (সেশন ২০১৯–২০) উপস্থিত ছিলেন। এ সময় কলেজের আরও সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত থাকেন।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন যে, কলেজে একটি সক্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ গঠনের মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক, মানবিক ও সৃজনশীল পরিবেশ তৈরি করা জরুরি। তারা বলেন, শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীল লেখা ও পাঠচক্রে উৎসাহিত করা, নাটক, গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন, নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের মঞ্চে তুলে ধরা এবং জাতীয় দিবসসহ সাহিত্য উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন এই পরিষদের মূল লক্ষ্য হওয়া উচিত।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন—“সংস্কৃতি হোক মুক্তির পথ, সাহিত্য হোক চিন্তার আলো, রাজেন্দ্র কলেজ হোক সৃজনশীলতার মূল আসন।” কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ