সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Dec 4, 2025 - 17:36
 0  17
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বদলি জনিত কারণে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক এর সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসি আবু বক্কর সিদ্দিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার সেকেন্ড অফিসার মাসুদ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জমিরুল হক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী দপ্তর সম্পাদক মোরসালিন রহমান সদস্য আমিনুল ইসলাম লিপু,রানা, আল রাফি, প্রান্তোষ দেবনাথ, আরাফাত রহমান শান্ত সহ সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত  কর্মকর্তা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিরাজদিখানের মানুষ অত্যন্ত আন্তরিক। এখানে দায়িত্ব পালন করতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও এ জনপদের মানুষের কল্যাণে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষে ক্রেস্ট প্রদান ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow