সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 21, 2025 - 21:46
 0  2
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

বাবা-মায়ের মর্মান্তিক হত্যাকাণ্ডের এক যুগ পর অবশেষে বাবার স্বপ্নের এক টুকরো নিজের হাতে পেলেন মাহির সরওয়ার মেঘ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক আবেগঘন পরিবেশে নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তানের হাতে পূর্বাচলের তিন কাঠা জমির দলিল তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বহু বছর ধরে ঝুলে থাকা একটি অধিকারের এমন স্বীকৃতি পেয়ে মেঘের চোখেমুখে ছিল প্রাপ্তির আনন্দ, তবে তার পেছনে ছিল বাবা-মাকে হারানোর গভীর বিষাদের ছায়া।

সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে পূর্বাচলে একটি প্লটের জন্য আবেদন করেছিলেন এবং ২০০৫ সালে তা বরাদ্দ পান। ২০০৯ সালের মধ্যে তিনি প্লটের সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন। কিন্তু এরপর দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতা এবং পূর্ববর্তী সরকারের অবহেলায় সেই প্লটটি তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়নি। সাগর-রুনির মৃত্যুর পর প্লটটির উত্তরাধিকারী হন সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং তাদের সন্তান মাহির সরওয়ার মেঘ। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।

প্লটের দলিল হস্তান্তরের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তদন্তের দীর্ঘসূত্রিতায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।"

তিনি দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করার জন্য কঠোর নির্দেশ দেন।

এ সময় বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পেরেছে।" তার এই বক্তব্যে মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়।

এই আবেগঘন মুহূর্তে মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও একটি ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে প্রদান করে। এই ছোট্ট উপহারটি অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে এবং প্রধান উপদেষ্টা মেঘের সৃজনশীলতার প্রশংসা করেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow