মহম্মদপুরে নহাটা বাজারে বিএনপির আনন্দ মিছিল

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 21, 2025 - 09:11
 0  3
মহম্মদপুরে নহাটা বাজারে বিএনপির আনন্দ মিছিল

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট (মঙ্গলবার) বিকালে বিএনপি নেতা আক্কাচ শেখের নেতৃত্বে মিছিলটি বের হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পিতা আক্কাচ শেখের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি নহাটা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নহাটা বাজারের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, বিএনপি নেতা ফারুক হোসেন, মো. বাহারুল ইসলাম, যুবদল নেতা শেখ শাহানুরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মিছিলে যোগ দেন।

বিএনপি নেতা মো. আক্কাচ শেখ জানান, আগামী ২২ আগস্ট (শুক্রবার) মাগুরা সদরের শত্রুজিৎপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বিএনপির এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন উপস্থিত থাকবেন। তাঁদের আগমন উপলক্ষে নহাটা ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিলের আয়োজন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow