ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলার সকল সার্কেল এএসপি, থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ওসি (ডিবি) এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার বরাবর বিভিন্ন দাবিদাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার দাবিগুলো মনোযোগসহকারে শুনে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে পুলিশ সুপার এহতেশামুল হক জেলা পুলিশের মেস, ব্যারাক, রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের জীবনযাত্রা, নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন।
What's Your Reaction?






