গণভোটে জুলাই সনদ সংযোজন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে জুলাই জাতীয় সনদকে গণভোটের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর বাড্ডায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের (সাবেক এমপি), মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)সহ শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৈঠকে ঐকমত্য কমিশনের সরবরাহকৃত জুলাই জাতীয় সনদ নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা সনদের বিভিন্ন দিক পর্যালোচনা করে কিছু বিষয় স্পষ্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ জন্য শিগগিরই ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতের নেতারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সনদটি সংবিধানে যুক্ত করার বিষয়ে তারা ঐকমত্য কমিশনের সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে আগ্রহী।
What's Your Reaction?






